স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাবীরা অগ্রণী ভ‚মিকা রাখবে : পেয়ারুল

7

পাঁচলাইশ যুব সংঘের (পাযুস) ব্যবস্থাপনায় আল্লামা ছালেহ জহুর স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৮ জানুয়ারি সকাল ১১টায় পাযুস মিলনায়তনে পাযুস চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে, সাবেক মহাসচিব মোহাম্মদ আবু জাহেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, মানুষের শ্রেষ্ঠ অর্জন শিক্ষা। আবার শ্রেষ্ঠ সম্পদও শিক্ষা। শিক্ষার্থীরা মেধার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করবে, দেশ গঠনে ভূমিকা রাখবে-সেটাই আমাদের প্রত্যাশা। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে মেধাবীরা অগ্রণী ভূমিকা রাখবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, লেখক-সাংবাদিক শওকত বাঙালি, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ফারহানা আফরিন জিনিয়া, পাঁচলাইশ যুব সংঘের সাবেক সভাপতি অধ্যাপক সিরাজুল আলম, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের আইন বিভাগের সহযোগি অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, আ.লীগ নেতা শহিদুল ইসলাম পিন্টু, বক্তব্য দেন সাবেক সভাপতি খোরশেদ আলম চৌধুরী, মনজুর আলম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, ওমর আলী, সাবেক মহাসচিব আবুল হাশেম খোকন, বৃত্তির পৃষ্ঠপোষক হাজি মোহাম্মদ সাইফুদ্দিন জহুর, অনুষ্ঠানের আহŸায়ক আবু সাদাত মোহাম্মদ সায়েম। উপস্থিত ছিলেন রফিক কন্ট্রাক্টর, মোহাম্মদ সেলিম রনি, মোহাম্মদ শাহজাহান, রাশেদা নুর, শামীম আরা খানম, দেলোয়ার হোসেন, নুর সাইদ রহিম, মোনতাসির প্রমুখ। সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি