স্মার্ট বাংলাদেশ গড়তে চাই মেধাভিত্তিক প্রজন্ম : মেয়র

4

স্মার্ট বাংলাদেশ গড়তে আধুনিক শিক্ষার মাধ্যমে জনগণকে মানবসম্পদে রূপান্তর করা হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী গত শনিবার নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সাথে আলোচনায় মেয়র এ মন্তব্য করেন। মেয়র বলেন, উন্নয়ন মানেই বস্তুগত অবকাঠামো নির্মাণ নয়। বরং উন্নয়ন মানে মানুষের বুদ্ধিবৃত্তিক উন্নয়ন এবং এ উন্নয়নের বিকাশ ও প্রয়োগের জন্য সার্বিক পরিবেশ সৃষ্টি। এজন্য ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীরা কেবল পড়লে হবেনা, তাদের হয়ে উঠতে হবে যোগ্য মানুষ হিসেবে আজকের শিক্ষার্থীদের নেতৃত্বে বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা আরো বেগবান হবে বলে আমাদের প্রত্যাশা। বঙ্গবন্ধুর ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্নপ‚রণ হবে শিক্ষার্থীদের হাত ধরে। অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, আশরাফুল আলম, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, সংরক্ষিত নারী কাউন্সিলর রুমকি সেনগুপ্ত।