স্মার্ট বাংলাদেশের স্বপ্নে জাতির পিতার জন্মদিন উদযাপন

37

পূর্বদেশ ডেস্ক

‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ প্রতিপাদ্যের আলোকে উদযাপন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। আলোচনা, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা ও শিশুদের নিয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটি উদযাপন করা হয়। শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শিশু-কিশোররা তাদেও কার্যক্রমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে।
পটিয়া :
জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকার বিজয় নিশ্চিত করুন। দেশের স্বার্থে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে পটিয়া উপজেলা আ.লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ১০৩তম জম্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা আ.লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আবু ছালেহ চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, মোহাম্মদ সৈয়দ, আলমগীর খালেদ, ঋষি বিশ্বাস, নূর উর রশিদ চৌধুরী এজাজ, সৈয়দ মোরশেদ উল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পৌরসভা আ.লীগের সভাপতি আলমগীর আলম ও সাধারণ সম্পাদক এম এন এ নাছিরসহ উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, ইউনিয়ন আ’লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, উপজেলা যুবলীগের আহŸায়ক হাসান উল্লাহ্, যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশির, মাস্টার রিটন নাথ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সাব্বির ও সাধারণ সম্পাদক আব্দুল হানান।

ফটিকছড়ি : ফটিকছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও পুরস্কার বিতরণঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিএফ চেয়ারম্যান, ফটিকছড়ির এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাব্বির রহমান সানি, ফটিকছড়ি থানা ওসি মাসুদ ইবনে আনোয়ার, ভ‚জপুর থানা ওসি হেলাল উদ্দিন ফারুকী, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাজিম উদ্দীন মুহুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহিন, উপজেলা কমিশনার (ভ‚মি) এটিএম কামরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ। এর আগে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

চন্দনাইশ: চন্দনাইশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ১০৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অপর্ণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কাসেম মাহাবুব উচ্চ মিলনায়তনে কেক কেটে কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক। আলোচনায় অংশ নেন, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, মহিলা আ.লীগ নেতা সঞ্চিতা বড়ুয়া প্রমুখ।
এদিকে সকালে দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নজরুল ইসলাম চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সহ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, কৃষকলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাছবাড়িয়া সাব রেজিস্ট্রার অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, চন্দনাইশ প্রেস ক্লাব, মহিলা আ.লীগ, চন্দনাইশ স্পোটিং ক্লাব, সৈনিক লীগ, চন্দনাইশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবক লীগ, গাছবাড়িয়া সরকারি কলেজ, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

উপজেলা আ’লীগ : চন্দনাইশ উপজেলা ও চন্দনাইশ পৌরসভা আ’লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে চন্দনাইশ সদর আমিন উল্লাহ (রঃ) শাহী জামে মসজিদে খতমে কুরআন, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা এম. কায়সার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আ.লীগ নেতা আহসান ফারুক, সমীরণ দাশ তপন, মো. সাইফুর রহমান, ফরিদুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, যুবলীগ নেতা এস. এম মুছা তসলিম, মুরিদুল আলম মুরাদ, মো. রাজু, মো. আরিফুল ইসলাম প্রমুখ।

চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগ : চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে চন্দনাইশ সদরস্থ শাহ আমিন পার্কে ব্লাড গ্রুপিং এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। সিটিজি বøার্ড ব্যাংকের সহযোগিতা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ- সভাপতি মো. মামুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান।

কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় : চন্দনাইশ সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়–য়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কেক কেটে কর্মসূচী শুরু হওয়ার পর কবিুা আবৃতি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন।
কুতুবদিয়া : যার জন্ম না হলে বিশ্বে বাংলাদেশ আর লাল সবুজের পতাকার সৃষ্টি হতো না এবং পরিচিতি লাভ করতে পারতো না। তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন প্রতিপাদ্যকে সামনে রেখে কুতুবদিয়া উপজেলা প্রশাসন, উপজেলা আ.লীগ ও সহযোগি, অঙ্গ সংগঠনের নিজ নিজ অবস্থানে থেকে শুক্রবার (১৭ মার্চ, ২০২৩) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে। কুতুবদিয়া উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ অন্যান্য কার্যক্রমের পাশাপাশি উপজেলা পরিষদ হল রুমে ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় আলোচনা সভা, পুরস্কার বিতরণএবং অসহায় ও সামর্থ্যহীন পরিবারের মাঝে বিশেষ উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনাসহ পুরস্কার এবং বিশেষ উপহার প্রদান করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তার পাশাপাশি পৃথক পৃথকভাবে উপজেলা আ.লীগ, সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মিলে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যেগে পুষ্পস্তবক অর্পণ করেন।

দীঘিনালা : ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ প্রতিপাদ্যে বিষয় ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন ও উপজেলা আ.লীগ।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালুকদার প্রমুখ। এদিকে উপজেলা আওয়ামী লীগ দলের নেতাকর্মীরাও সকালে উপজেলা সদরের মেইন সড়কে আনন্দ শোভাযাত্রা করেন।
পরে উপজেলা আ.লীগের কার্যালয়ে দিবসটি উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ।
কাপ্তাই : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা আয়োজনে মুখরিত ছিল কাপ্তাইয়ের সমগ্র জনপদ। দিবসটি উপলক্ষে ১৭ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে সহ সকল বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।বাংলাদেশ আওয়ামী লীগ কাপ্তাই উপজেলা শাখা এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীলের নেতৃত্বে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজমের নেতৃত্বে পুলিশ সদস্যরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে নানা সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাঙালির এই মহান নেতাকে স্মরণ করা হয়। পরে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারী, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শ্রেয়া চক্রবর্তী। পরে দিবসটি উপলক্ষে কেককাটা এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণকরা হয়।

জাফর আহমদ চৌধুরী কলেজ : উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা কলেজ মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত কান্তি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি হাসিনা জাফর চৌধুরী। বক্তব্য রাখেন অধ্যাপক নিলুমণি শর্মা, সবুজ কান্তি দে, মোহাম্মদ হারুনর রশিদ, জালাল আহমদ। সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ইয়াকুব নবী সান্টু চৌধুরী, অধ্যাপক মো. গিয়াস উদ্দীন চৌধুরী, অধ্যাপক রানা দাশগুপ্ত, অধ্যাপক আবুল বশর চৌধুরী, অধ্যাপক মুক্তি বড়–য়া, অধ্যাপক সানজিদা সুলতানা, অধ্যাপক শ্রাবনী চক্রবর্ত্তী, অধ্যাপক সৈয়দ মো. রাশেদ হোসাইন, অধ্যাপক মো. সুজন মিয়া, অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ, অধ্যাপক আবু নোমান প্রমুখ।

লোহাগাড়া ইসলামিক ফাউন্ডেশন : লোহাগাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা মডেল মসজিদে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্লাহর সভাপতিত্বে ও রাশেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মডেল মসজিদের খতিব মওলানা আবদুল গফুর, লোহাগাড়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার নুরুল হক সিকদার, মাওলানা ফজলুল কাদের, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা রিয়াজুল হক প্রমুখ।

রাউজান পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয় : রাউজানের পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা, জাতির জনকের ভাষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ১৭ মার্চ, শুক্রবার বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল শাহের সভাপতিত্বে অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য এম.রমজান আলী, অভিভাবক সদস্য জমির ইসলাম।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জহির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আতিক উল্লাহ চৌধুরী, শুভ্রা বড়–য়া।