স্মরণসভায় মোছলেম উদ্দিন এমপি এম এ মান্নান ও মুরিদুল আলমের কাছে আমাদের ঋণ অপরিসীম

28

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, মরহুম এম.এ মান্নান ও শহীদ মুরিদুল আলমের কাছে আমাদের ঋণ অপরিসীম। রাজনীতির জন্য, আমাদের দলের জন্ম, দেশ ও দশের জন্য তারা তাদের মূল্যবান জীবন ও যৌবন উৎসর্গ করেছিলেন। এম.এ মান্নান ও মুরিদুল আলমের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। গত সোমবার ফুলকি এ.কে খান মিলনায়তনে ‘মূলধারা ৭১’ সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মরহুম এম.এ মান্নান ও মুরিদুল আলম ছিলেন আমাদের রাজনীতির শিক্ষক। ছাত্রজীবনে আমরা তাদের কাছ থেকে রাজনীতি শিখেছি। পরবর্তীকালে আওয়ামী লীগ করার সময়ও এম.এ মান্নান সরাসরি আমাদের নেতা ছিলেন, মুরিদুল আলমও জ্ঞানী নেতা ছিলেন। ষাট দশকের ছাত্রলীগের অনেক নেতাকে তিনি রাজনীতিতে দীক্ষা দিয়েছেন। মুরিদুল আলম মুক্তিযুদ্ধে শাহাদাতবরণ আওয়ামীলীগের জন্য বিরাট ক্ষতি। তিনি আজ বেঁচে থাকলে আওয়ামীলীগকে সমৃদ্ধ করতে পারতেন। এম.এ মান্নান ত্যাগী ও সংগ্রামী নেতা। রাজনীতিতে তিনি যে ত্যাগ স্বীকার করেছেন তার কোন তুলনা হয় না। এম.এ মান্নান ও মুরিদুল আলমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উক্ত স্মরণসভার আয়োজন করা হয়। মহানগর আওয়ামী লীগের সংগ্রামী নেতা ও আশির দশকের ছাত্রনেতা জামশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ জাফর, মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা কিরন লাল আচার্য্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আবছার চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, এড. শহীদুল আলম, ইমরান আহম্মদ ইমু, এস.এম বোরহান উদ্দিন, সঞ্জয় ভৌমিক কঙ্কন, একরামুল হক রাসেল, আবদুল আহাদ, আরফাতুল মান্নান ঝিনুক, বাচিক শিল্পী দিলরুবা খানম, শিল্পী শিলা চৌধুরী, শিল্পী সমীরন পাল প্রমুখ। বিজ্ঞপ্তি