স্মরণসভায় মফিজুর রহমান ক্ষণজন্মা মহাপুরুষ ছিলেন শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার

17

চন্দনাইশের খ্যাতিমান শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সহ-সভাপতি ও সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ মাস্টারের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, চন্দনাইশের জমিনে নির্লোভ ত্যাগের মহিমায় উদ্ভাসিত এক ক্ষণজন্মা মহাপুরুষের নাম আবদুল ওয়াহেদ মাস্টার। তার কর্মে আলোকিত হয়েছে পুরো চন্দনাইশ ধন্য হয়েছে। খানদীঘি হাই স্কুল পরিচালনা পর্ষদ সদস্য জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, মাহাবুবুল আলম বাবুল ও মুহাম্মদ বেলাল হোসেন মিঠু।
বিকাশ চন্দ্র দে’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খানদীঘি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, পূর্ব সাতবাড়িয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আনোয়ার মেম্বার, যুবলীগ নেতা আবদুর রহমান, নুরুল আমজাদ চৌধুরী, এ্যাডভোকেট ফোরকান খোকন, প্রাক্তন ছাত্র ব্যাংকার আবদুল হামিদ, বদিউল আলম, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ সভাপতি আলমগীরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা প্রবীণ দাশ সুমন, ছাত্রলীগ নেতা মো. আরমান, মাসুদ চৌধুরী, সাইফুল ইসলাম তুষার, আবীর হাসান শাহরুখ, নুরুল আবছার ফারাবী, ফয়সাল উদ্দিন, সাইমন চৌধুরী, রিয়াদ হোসেন, ফাহিম ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মরহুমের সন্তান, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শিবলী। বিজ্ঞপ্তি