স্মরণসভায় এম এ সালাম নুরুল আলম চৌধুরী ছিলেন প্রজ্ঞাবান সফল রাজনীতিবিদ

9

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বর্তমান সময়ের রাজনীতিতে ত্যাগী রাজনীতিবিদ খুব কমই দেখা যায়, কিন্তু মরহুম নুরুল আলম চৌধুরী বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে কখনো আপোষ করেননি। তিনি সবসময় স্পষ্ট ভাষায় কথা বলতেন এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরী একজন প্রজ্ঞাবান সফল রাজনীতিবিদ ছিলেন। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত মরহুম জননেতা নুরুল আলম চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭ জানুয়ারি বিকেলে দোস্ত বিল্ডিং কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান বলেন, ৭৫ পরবর্তী নুরুল আলম চৌধুরীর বীরত্বপূর্ণ ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সংগঠনের সহ সভাপতি এডভোকেট ফখরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহ সভাপতি মো. আবুল কালাম আজাদ, আফতাব উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার, সাহেদ সরোয়ার শামীম, মরহুম নুরুল আলম চৌধুরীর সন্তান হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদিকা এড. বাসন্তী প্রভা পালিত, জেলা মৎস্যজীবী লীগ সভাপতি হারুন অর রশীদ, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি