স্বাস্থ্যসেবায় চট্টগ্রামে প্রথম স্থানে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স

31

ফটিকছড়ি প্রতিনিধি

স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম জেলায় প্রথম স্থান অধিকার করেছে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়া সমগ্র দেশের মধ্যে ২৭তম অবস্থানে আছে এ স্বাস্থ্য কমপ্লেক্সটি। সরকারি এ হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ সিস্টেমস্ স্ট্রেন্দেনিং (এইচএসএস) স্কোরিংয়ে এ তথ্য দিয়েছে। গতকাল মঙ্গলবার স্কোরিংয়ের ফলাফলের বিষয়ে নিশ্চিত করেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফীম আজিম। জানা গেছে, উপজেলার ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রায় ৮ লাখ মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে ফটিকছড়ি উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালে স্ত্রীকে নিয়ে আসা স্বামী মো. রুবেল বলেন, ‘রমজানের প্রথম দিকে আমার স্ত্রী এ হাসপাতালে ভর্তি ছিল। ভালো চিকিৎসা পেয়েছে সে। আগের চেয়ে এখানে স্বাস্থ্য সেবা খুবই উন্নতি হয়েছে, হাসপাতালের পরিবেশ খুবই সুন্দর’। শিশু সন্তান আয়ানকে টিকা দিতে আসা মা জেসমিন আকতার বলেন, শিশুকে টিকা দিতে এসে দেখলাম ডাক্তারা চিকিৎসার পাশাপাশি সুন্দর ভাল ব্যবহার দিয়ে যাচ্ছেন’।
নাজিরহাট পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. আলী বলেন, ‘বর্তমান সরকার মানুষের দ্বারে দ্বারে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় নাজিরহাটে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার মান বেড়েছে। যার ফলে এ হাসপাতাল চট্টগ্রাম জেলায় প্রথম অধিকার লাভ করেছে। এ নিয়ে পৌরবাসীসহ উপজেলাবাসী খুশি।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফীম আজিম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করছি স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য। সে জন্য কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা ও ঔষধপত্র বিতরণ নিশ্চিত করেছি। করোনা সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। নষ্ট এক্সরে মেশিন চালু করেছি, জরাজীর্ণ ডেলিভারি ওয়ার্ড নতুন করে সংস্কার, এনসিডি কর্নারে রোগী সেবা চালু করেছি, যেখানে রোগীদের প্রেসার, ডায়াবেটিস, হার্টের চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়। শিশু কনসালটেন্ট রুমের সামনে একটা প্লে কর্নার নির্মাণ, মহিলাদের জন্য একটা নামাজ ঘর, পুরো হাসপাতালে লাইটিং এর ব্যবস্থা করেছি। এছাড়া আল্ট্রাসাউন্ড মেশিন হাতে পেলে আল্ট্রাসাউন্ড সেবাও চালু করার কথা জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, সেবার পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলোতে জবাবদিহিতার সাথে সেবা গ্রহীতাদের স্বাস্থ্যসেবা প্রদান করছেন স্বাস্থ্যকর্মীরা। এসব কাজের ফলে দেশের মধ্যে এইচএসএস স্কোরিংয়ে ২৭তম ও চট্টগ্রামে প্রথম স্থান অর্জন করেছে এ হাসপাতাল। সে জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ স্বাস্থ্যসেবার মান আরো বৃদ্ধি করতে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।