স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে গণপরিবহন চালুর দাবি

7

বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের আহব্বায়ক এম. জসিম রানা ও সদস্যসচিব উজ্জ্বল বিশ্বাস স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, কোভিড-১৯-এর কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারী প্রতিরোধে সরকার ঘোষিত দেশব্যাপি ৩য় দফা লক-ডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের অন্যতম চালিকাশক্তি সড়ক পরিবহণ খাতের শ্রমিকরা। করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গৃহীত পদক্ষেপ বিশ্বব্যাপী প্রসংশিত হয়েছে। এ জন্য প্রধানমন্ত্রীকে বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন। কিন্তু জনপ্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশনায় সড়ক পরিবহণ শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে সর্বাত্মক সাহায্যের নির্দেশ থাকলেও বৃহত্তর চট্টগ্রামের কোথাও ৩য় দফা লকডাউনে অদ্যাবদি কিছুই পায়নি সড়ক পরিবহন শ্রমিকরা। জেলা প্রশাসক চট্টগ্রাম, নিবন্ধন ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ চট্টগ্রাম বিভাগীয় শ্রমদপ্তর বরাবরে আবেদন করেও কোন সুরাহা পাওয়া যাচ্ছে না। বিবৃতিতে দেশের অন্যতম চালিকাশক্তি সড়ক পরিবহণ খাতের শ্রমশক্তি বাঁচিয়ে রাখতে কর্মহীন পরিবহণ শ্রমিকদের তালিকা প্রণয়ন করে সরকারি বরাদ্দকৃত ত্রাণ বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে অটোরিকশা-অটোটেম্পো ও গণপরিবহণ চালু করার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি