স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

17

নাজিরহাট প্রতিনিধি

স্বামী হত্যার বিচার চেয়ে খুনিকে গ্রেফতার করে ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভূজপুরের আমিরের স্ত্রী রাহেনা আকতার। গত ৬ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার স্বামী আমীরকে ২০ আগস্ট শনিবারে কাজিরহাট বাজারে জনসম্মুখে কসাই সেলিমের মারধরে ঘুষি লাথি মেরে মারার পর আমি ভূজপুর থানায় একটা মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর আজ এতদিন হয়ে গেল আমার স্বামীর খুনিকে এখনো আইনের আওতায় আনা হয় নাই অথচ খুনি ঘুরে বেড়াচ্ছে। তিনি আরো বলেন, পনেরো বছর আগে আমার ননদকেও তিনি এইভাবে মেরে ছিল। মারার পর ঐ সাহসে আমার স্বামীকেও হত্যা করেছে। আমাদেরকেও মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। তিনি আরো বলেন, থানায় গেলে ওসি বলে আপনারা নিশ্চিত থাকেন আমরা আসামিকে ধরবো। কিন্তু আজ পর্যন্ত কোন আশ্বাসে আমার স্বামীর খুনিকে এখনো ধরতে পারে নাই। তিনি বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার দুই শিশু সন্তান নিয়ে ঘরে বৃদ্ধা শ্বশুরসহ বহুত কষ্টে জীবন যাপন করছি। তিনি আরো বলেন, আমি সর্বশেষ প্রধানমন্ত্রীর নিকট এর একটা সুস্থ বিচার চায়, খুনিকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়, কসাই সেলিমের ফাঁসি চায়। এ সময় আমিরের দুই শিশু সন্তান ইমাম উদ্দীন (৩), মো ইছমাইল (৭) উপস্থিত ছিলেন। জানতে চাইলে ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী জানান, আসামিকে ধরতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামি মোবাইল ব্যবহার করতেছে না তাই এখনো ধরতে পারি নাই। তারপরও আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করতেছি আসামিকে গ্রেফতার করার জন্য। উল্লেখ্য, গত (২০ আগস্ট) সন্ধ্যায় ভূজপুর থানাধীন কাজিরহাট বাজারে টিউবওয়েল মিস্ত্রী আমীরকে (৩৫) তার আপন বোন জামাই কসাই সেলিম কিল, ঘুষি, লাথি দিয়ে মাটি ফেলে দেয়। মাটিতে পড়েই আমীর প্রাণ হারায়।