স্বামীর নামে মন্দির স্থাপন

29

 

কয়েক বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় স্বামীকে হারান এক ভারতীয় নারী। স্বামীর প্রতি শ্রদ্ধা দেখাতে ছোট একটি মন্দির স্থাপন করেছেন তিনি। শুধু তাই নয় সেখানে মার্বেল পাথরে স্বামীর মূর্তি বসিয়ে পূজা দেন তিনি। ভারতের অন্ধ্র প্রদেশের প্রকাসাম জেলায় বাস করেন পদ্মাবতী। স্বামীর নামে মন্দির স্থাপন করে ব্যাপক মনোযোগ কেড়েছেন তিনি। পদ্মাবতীর দাবি তার স্বামী গুরুকুরা আনকি রেড্ডি ২০০৭ সালে মারা যাওয়ার পর তার স্বপ্নে দেখা দেন। তখন তার নামে একটি মন্দির স্থাপন করতে বলেন স্ত্রীকে। পদ্মাবতী তার ইচ্ছার প্রতি সম্মান দেখান আর এই মন্দিরে তখন থেকে পূজা দেন।
স্বামী মূর্তির সামনে পদ্মাবতীর পূজা দেওয়ার একটি ভিডিও সম্প্রতি ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে স্বামীর প্রতি তার প্রেম এবং ত্যাগের প্রশংসা করেছেন অনেকেই। সপ্তাহান্তে এবং পূর্ণিমা রাতে পদ্মাবতী বিশেষ পূজা দেন আর স্বামীর নামে স্থানীয়দের মধ্যে খাবার বিতরণ করেন। ওই মন্দিরের পরিচিতি আশেপাশে ছড়িয়ে পড়ায় অনেকেই সেখানে মাঝে মাঝে প্রার্থনার জন্য আসেন।