স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন

30

 

সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়:
এদেশের স্বাধীনতার লাল সূর্যকে চিনিয়ে আনতে ১৭ বছর বয়সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুদ্ধের ময়দানে আমরা আমাদের তারুণ্য উৎসর্গ করেছিলাম। ৯ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে আমরা আনোয়ারা থানা, চূরামণি রাজাকার ক্যাম্প, সাতকানিয়া থানা পাকিস্তান দখলদার মুক্ত করি। গত ৩১ মার্চ সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধের সূবর্ণজয়ন্তী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতকানিয়া ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মো. আবু তাহের এলএমজি উপরোক্ত কথাগুলো বলেন। সিনিয়র শিক্ষক জালাল আহমদের পরিচালনায় আলোচনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরীফ, প্রধান শিক্ষক পরিমল কান্তি পাল, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মো. হুমায়ুন কাদের প্রমুখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার বক্তব্যে ছাত্রীদের সঠিক ইতিহাস জানার আহবান জানান। পরে ৭ মার্চ ও ১৭ মার্চের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

আনোয়ারা স্বেচ্ছাসেবক দল :
স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৬ মার্চ আনোয়ারা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী। আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক নঈম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক আতিকুর রহমান আতিক, যুগ্ম আহব্বায়ক ইমন শাহ, ইমতিয়াজ করিম পিন্টু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিষয়ক সহ-সম্পাদক মো. ইলিয়াস, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি সদস্য আলী আকবর, এসডি রুবেল, শহীদুল ইসলাম মুরাদ, মোহাম্মদ খোরশেদ চৌধুরী, মোহাম্মদ কায়ছার আব্দুল গফুর, সেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন, সাইফুল রুবেল, সোহেল আলী, মো. পারভেজ প্রমুখ।

উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ :
উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও নবীন বরণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট নিখিল কুমান নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শফিক বসাক এন্ড কোং এর প্রতিষ্ঠাতা সদস্য সম্পদ কুমার বসাক। প্রধান বক্তা ছিলেন কলেজের অধ্যক্ষ মহিবুল কবির জাহেদী। শিক্ষক রাজু বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, কলেজের উপাধাক্ষ মো. কামাল উদ্দিন, কলেজের অভিভাবক সদস্য মো. জামাল উদ্দিন, এস.এম. ইদ্রিস, কাজী সিরাজুল হক, কাজী আরমান প্রমুখ।

হাটহাজারীর ধলই ইউনিয়ন যুবলীগ ছাত্রলীগ :
হাটাহাজারীর ধলই ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের উদ্যোগে সম্প্রতি স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, দলীয় কার্যালয় উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান এজাহার মিয়া চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ধলই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহনেওয়াজ চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সদস্য নাজিমুল্লাহ শরীফ বাবু, জাফরুল্লাহ খান, কাঞ্চু, গোলাম রাসুল মানিক, সেলিম উদ্দীন, শামসুজ্জামান উজ্জ্বল, গিয়াস উদ্দীন শরীফ, মামুন চৌধুরী ও সাজেদুল করিম।