স্বাধীনতার মাসে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা স্মৃতি পরিষদের কর্মসূচি

41

৪৮ তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ স্বাধীনতার মার্চ মাসব্যাপি নানান কর্মসূচির পাশাপাশি বঙ্গবন্ধুর জীবনী বিতরণ কর্মসূচি পালন করছে। গতকাল বিকেলে এ কর্মসূচি সিনিয়র সিটিজেনদের মাধ্যমে শুরু হয়। ষাটোর্ধ্ব বয়সের নাগরিকদের এক সমাবেশে বঙ্গবন্ধুর জীবনী বিতরণ করে সংগঠনটি। বিকেলে বন্দর আবাসিক এলাকায় সংগঠনের সভাপতি প্রফেসর ড. জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠিত সিনিয়র সিটিজেন সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম বঙ্গবন্ধুর জীবনী তুলে দেন। এ বিষয়ে আলোচনা করেন সিনিয়র সিটিজেন মুক্তিযোদ্ধা রেজুওয়ানুল হক। আমির হোসেন, মো. আলী মিন্টু, কাজী জাহাঙ্গীর হোসেন, নুরুল আমিন, জালাল আহমদ, কে.এম আমিনুল ইসলাম, মো.এবাছত করিম, আবদুল কুদ্দুছ ও টি এম রফিকুল ইসলাম সহ অন্যরা।আলোচকগণ বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার সরকারকে সহয়োগিতার আহব্বান জানান। তারা বলেন, জাতি রাষ্ট্র বাংলাদেশের অস্থিত্বের সাথে বঙ্গবন্ধু জড়িয়ে আছে। বাঙালির ভাষার আন্দোলন ও স্বাধীনতার আন্দোলনে বঙ্গবন্ধুর নেতৃত্ব বিশ্বের ইতিহাসে অমর হয়ে থাকবে। তারা স্বাধীনতাকে অর্থবহ করতে সকলের সহযোগিতা চান। পরে উপস্থিত শতাধিক সিনিয়র সিটিজেনদের হাতে বঙ্গবন্ধুর জীবনী তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম। খবর বিজ্ঞপ্তির