স্বল্পদৈর্ঘ্যের ছবিতে মাহি

61

‘পোড়ামন’ চলচ্চিত্রের দর্শকপ্রিয় জুটি সাইমন-মাহি। এই জুটি নতুন করে হাজির হচ্ছেন আবারও। তবে এবার তারা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নয়, স্বল্পদৈর্ঘ্যের ছবির জন্য জুটি বেঁধেছেন তারা। ‘জীবন থেকে পাওয়া’ নামের স্বল্পদৈর্ঘ্যের এ ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাইদুর রহমান সজল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। দুই দিন ধরে স্বল্পদৈর্ঘ্যটির শুটিং চলছে রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউজে। বৃহস্পতিবার শেষ দিনে চলছে স্বল্পদৈর্ঘ্যের গানের শুটিং। সেখানে দেখা গেলো গিটার বাজিয়ে মাহিকে দেশের গান শোনাচ্ছেন সাইমন। মাহি মুগ্ধ শ্রোতা হয়ে শুনছেন। নির্মাতা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল অধ্যায় উঠে আসবে এ স্বল্পদৈর্ঘ্যটিতে। নির্মাণের পর ১৬ মার্চ প্রধানমন্ত্রীকে দেখানো হবে। এরপর ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দেশ ও দেশের বাহিরে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হবে। এটি দেখা যাবে ইউটিউবেও। এদিকে সাইমন-মাহি জুটি কাজ করছেন ‘আনন্দ অশ্রু’ সিনেমাতে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ছবিটি নির্মাণাধীন।