স্বর্ণশিল্পের হারানো গৌরব ফিরে আসবে : নওফেল

21

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একটি সময়োপযোগী স্বর্ণ নীতিমালা উপহার দিয়েছেন। বাজুস’র কেন্দ্রীয় সভাপতি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এই নীতিমালার আলোকে স্বর্ণশিল্পের উন্নয়নে কাজ করছেন। এই নীতিমালার মাধ্যমেই সমৃদ্ধ হবে দেশের স্বর্ণ শিল্প। ফিরে আসবে স্বর্ণশিল্পের হৃত গৌরব। তিনি গত ২৫ ফেব্রæয়ারি বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম বিভাগ আয়োজিত মহান স্বাধীনতা মাস উপলক্ষে মাসব্যাপী নতুন সদস্য ভর্তি কার্যক্রম ‘সেবা মাস’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরীর আবদুর রহমান রোডস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাজুস ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। বাজুস চট্টগ্রাম বিভাগের সভাপতি মৃণাল কান্তি ধরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রণব সাহা। আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি সুধীর রঞ্জন বণিক, সিদুল কান্তি ধর, দিলীপ কুমার ধর, হারাধন মহাজন, বিপ্লব বসাক, যীশু বণিক, সহ-সম্পাদক কাজল বণিক, প্রকৌশলী অমিত ধর, হিরন্ময় ধর, সুকুমার দে, মো. শাহজাহান সিদ্দিকী, খোকন ধর, হাজী মোহাম্মদ নুরুল হক, সুজিত কুমার ধর, কোষাধ্যক্ষ প্রতাপ ধর, কার্যকরি সদস্য তপন কান্তি ধর, রণি বণিক, মিন্টু ধর, রাজীব ধর তমাল, বরুণ হাজারী, শান্তনু বণিক, দিলীপ কুমার বণিক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বাজুস চট্টগ্রামের আঞ্চলিক সমন্বয় কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কেটে ‘সেবা মাস’ এর উদ্বোধন করা হয়।