স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের নবম বর্ষপূর্তি অনুষ্ঠান

14

 

‘সুরের মূর্ছনায় হোক স্বপ্নগাঁথা, নতুন সময়ের অভিযাত্রা’ এই শ্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী অনুশীলনী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গণ’-এর ৯ম বর্ষপূর্তি উৎসব’ গত ৫ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি অনিরুদ্ধ মুক্তমঞ্চে সংগঠনের পরিচালক সামশুল হায়দার তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ এর সদস্য এইচ এম আলী আবরাহা দুলাল, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। গীতিকার আবছার উদ্দিন অলি ও আবৃত্তি শিল্পী নাসরিন তমা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উদ্যাপন পরিষদের আহŸায়ক ইঞ্জিনিয়ার নুরুল আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব জাহিদ তানছির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাফর ইকবাল, এম.এ জলিল, ইকবাল হায়দার, ফরহাদ গণি নয়ন, মাহমুদুল আলম লিটন, তানভীরুল ইসলাম বাবু, রোজি চৌধুরী, মুজিবুর রহমান, নঈম উদ্দীন মাহমুদ, খোরশেদুল আলম, নাজমুল হক শামীম, নুসরাত শারমিন সুমী, জয় দত্ত দীপ্ত। অনুষ্ঠানে গীতিকার ও সুরকার সৈয়দ মহিউদ্দিন, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক জ্যাকব ডায়েস, সাংস্কৃতিক সংগঠক অরুণ বণিক, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রবি চৌধুরী, সংগীত শিল্পী ও গীতিকার পংকজ দেব অপু, এডিটর ইনচার্জ, সি প্লাস টিভি আলমগীর অপুকে সংবর্ধনা প্রদান করা হয়।