স্বপ্ন

30

 

সকাল শেষে দুপুর হলো
ভাঙ্গলো খোকার ঘুম
স্বপ্নে দেখা পরী এসে
কপালে দেয় চুম।

পড়তে খোকার মন বসে না
স্বপ্ন মাথায় ঘুরে
রাজকণ্যার গান শুনে সে
কোকিল মধুর সুরে।

রাজকন্যার দু:খ দেখে
খোকার চোখে জল
দুখের কথা শুনে খোকার
চোখ করে ছলছল।

দু:খ থেকে মুক্তি দিতে
করলো খোকা পণ
ঘুম ভাঙ্গলে খোকা বাবুর
খারাপ হলো মন।

স্বপ্ন রাজ্যে ভালোই ছিলাম
খোকা বলে মাকে
ঘুম পাড়িয়ে দাও না মাগো
স্বপ্নে দেখি তাকে।

স্বপ্ন-কথা শুনতে মায়ের
ইচ্ছা হলো চড়া
রাজকন্যার গল্প শুনে
চক্ষু ছানাবড়া।