স্বপ্ন মিছিল এর বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

32

নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনির স্বপ্ন বাগিচা বিদ্যালয়ের শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে গত ৫ মার্চ বিনামূল্যে শিক্ষাসামগ্রী (স্কুল ব্যাগ, খাতা, কলম, পেনসিল, রাবার, সার্পনার, পেনসিল ব্যাগ, স্কেল প্রভৃতি) বিতরণের মাধ্যমে স্বপ্ন মিছিল এর ৬৩তম প্রজেক্ট সম্পন্ন হয়েছে। স্বপ্ন মিছিল এর প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি অভিজিত বড়ুয়া রৌদ্রের সভাপতিত্বে ও শিক্ষা সামগ্রী বিতরণ উপ-কমিটির সদস্য সচিব বিপলু বড়ুয়ার সঞ্চালনে উপস্থিত ছিলেন স্বপ্ন মিছিল সদস্য তাজিন, আরাফাত, সাব্বির, রানা, নাসরিন, সাইকা, সাকিব, মাসুদ, সাগর, মুকিত, আবছার, মৈত্রী, অপরাজিতা, অর্ণব, শ্রাবণীসহ সদস্যরা। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রম শেষে স্বপ্ন মিছিল এর বিভিন্ন বিষয় নিয়ে পরিকল্পনা ও আলোচনা করা হয়।
বক্তারা বলেন, স্বপ্ন মিছিল ২০১০ সালের ১০ অক্টোবর যাত্রা শুরুর পর থেকে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ফল উৎসব, দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, ইফতার ও ঈদবস্ত্র বিতরণ, রেইনকোট বিতরণ, সুবিধা বঞ্চিতদের সাথে নিয়ে বর্ষপূর্তি উদ্যাপন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বিভিন্ন সেবামূলক, সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম সদস্যদের নিজস্ব অর্থায়নে পরিচালনা করে আসছে। বিজ্ঞপ্তি