স্বপ্নীল স্বদেশ

29

 

প্রিয় স্বদেশ,
আমি তোমার বিস্তৃত অনাবিল সবুজ দেখেছি।
তাই হরেক বর্ণের বিদেশি দালান,
আকাশচুম্বী অট্টালিকা,
মন ভোলানো বাহারী কারুকাজ
আমার নিষ্প্রাণ মনে হয়।

প্রিয় স্বদেশ,
সবুজ ধানের ক্ষেতে সূর্যের আলোয় চিকচিকে
ভোরের শিশির দেখেছি।
পৃথিবী পাগল করা কৃত্রিম শত আলোক জলসা
আমার ম্লান লাগে।

প্রিয় স্বদেশ,
সারি সারি বিশাল পাহাড়ের কোল ঘেঁষে যেদিন
কর্ণফুলী নদীর দুরন্ত ছুটে চলা দেখেছি,
সেদিন ল্যাটিনের সর্পিল আমাজন,
সম্পদশালী আফ্রিকার
সুদীর্ঘ নীল নদ দেখার স্বপ্ন আমার গেছে ফুরিয়ে।

হে জন্মভূমি,
যেদিন রাতের নির্জনে, তোমার সমুদ্রের তীব্র গর্জনে
প্রশান্ত হয়েছিলাম
সেদিন থেকে আটলান্টিকের গভীরতার ঐশ্বর্য
প্রশান্ত মহাসাগরের প্রসারতা
আমায় আর টানে না।

প্রিয়, ভালোবাসি তোমায়
প্রাণের বাংলাদেশ।