স্বপ্নযাত্রা’র বৃক্ষরোপণ কর্মসূচি

6

 

গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে স্বপ্নযাত্রা’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি সাজমিন কনিকা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদা জামাল নিশি’র সঞ্চালনায় কর্মসূচীতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাই টিভির ব্যুরো চীফ সাব্বির আহমেদ রাশেদ, সংগঠনের উপদেষ্ঠা মোঃ জসিম উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতা ও সিনিয়র সাংবাদিক মো: দিদারুল হক, সহ-সভাপতি সৈয়দ জিয়া উদ্দীন জিয়া, সহ-সভাপতি আরফিন রকি, সাংগঠনিক সম্পাদক মো: মঞ্জুর আলম, অর্থ সম্পাদক সামিয়া জামাল আয়াত, দপ্তর সম্পাদক ফায়জা রহিম, শুক্লা দাশ, নিলুফার খান নিলু, মুক্তা কবির, রাবেয়া তাহমিনা তৃপ্তি সহ অন্যান্যরা। বক্তারা বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে যেটা সবচেয়ে বেশি উপযোগী, সেটা হলো ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা। পরিবেশ রক্ষা করতে হলে শুধু গাছ লাগালে হবে না, গাছ যাতে টিকে থাকে, সে জন্য যথাযত ব্যবস্থা করতে হবে। বক্তারা আরো বলেন, বৃক্ষরোপনের মাধ্যমে সবুজায়ন হোক আমাদের এই সোনার বাংলাদেশ। সকলকে নিজ নিজ আঙিনায়, বাড়ীর ছাদে, রাস্তার ধারে, পুকুর পাড়সহ খালি জায়গায় অন্তত একটি করে ফলজ, বনজ, ঔষধি বৃক্ষরোপন করার আহবান জানান।