স্বপ্নযাত্রার বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

49

সবুজে বাঁচি, সবুজ বাঁচাই স্লোগানে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বপ্নযাত্রার উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। গত শনিবার চন্দনাইশ হাজী বশরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মস‚চির তৃতীয় ও শেষদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন সোহরাওয়ার্দী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ধীমান বড়ুয়া। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ফজলুল হক সিরাজি, মো. নুরুল আলম, সাইফুল আলম, স্বপ্নযাত্রার ভাইস চেয়ারম্যান মোরশেদ আল করিম, অর্থ সম্পাদক রিদুয়ানুল ইসলাম রিয়াদ, ব্লাড ব্যাংক কোর্ডিনেটর মিজানুর রহমান, কার্যকরী সদস্য মো. মোক্তার হোসেন, ফয়সাল বাবু, ফয়সাল মুন্না, পারভেজ, জোয়ারদার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন পৃথিবীকে বাসযোগ্য রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। নানান কারণে দেশে গাছের পরিমাণ কমে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের পরিবেশ বিপর্যয় দেখা দিচ্ছে। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন বক্তারা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় চার শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। স্বপ্নযাত্রার তিন দিনের কর্মসূচিতে গত বুধবার সাতকানিয়া ২৮নং আমিলাইষ প্রাথমিক বিদ্যালয়ে এবং বৃহস্পতিবার পটিয়া আল্লাই ওখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান সম্পন্ন হয়।