স্নাতক ডিগ্রিধারীরা কোনও কাজের না : তালেবান

3

 

কাবুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে তালেবান সরকারের ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি বলেছেন, গত বিশ বছরে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা কোনও কাজের না। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে মঙ্গলবার এনডিটিভি এ খবর জানিয়েছে।
তালেবানের উচ্চ শিক্ষামন্ত্রী মূলত মার্কিন সমর্থিত হামিদ কারজাই ও আশরাফ গণির শাসনামল, ২০০০-২০২০ সাল পর্যন্ত যারা স্নাতক পাস করেছেন তাদের কথাই উল্লেখ করেছেন।
হাক্কানি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের উচিত এমন শিক্ষকদের নিয়োগ দেওয়া যারা শিক্ষার্থী ও নতুন প্রজন্মকে এমন মূল্যবোধ শিক্ষা দেবে, যা দেশের কাজে লাগবে। আফগানিস্তান যেন ভবিষ্যতে তাদের মেধা কাজে লাগাতে পারে। ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেছেন, আফগানিস্তানে মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিতদের তুলনায় আধুনিক শিক্ষায় মাস্টার্স ও পিএইচডি ডিগ্রিধারীরা কম গুরুত্বপূর্ণ।
শিক্ষার ক্ষেত্রে আফগানিস্তানে ২০০০-২০২০ সাল পর্যন্ত সময়কে গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ যুগ হিসেবে মনে করা হয়।