স্থান

11

স্রোতকে বলি,
একটু দাঁড়াও ভাই।
আমি নদীতে ভয় পাই।
স্রোত বলে:
ময়ূরপঙ্খি ভাসিয়েছ কার ভরসায়?
গন্তব্যস্থান তোমার কোথায়?
উজান নাকি ভাটির কিনারায়?
নদীকে বলি,
এসব প্রশ্নের উত্তর আমার জানা নাই।
আমি যাচ্ছিলাম ভালোবাসার ঠিকানায়।
নদী বলে,
হায়, তাহলে এখানে কেন?
সেখানে যাও,
যেখানে শুনেছি ভালোবাসার জন্য মজনু পাহাড় ডিঙ্গায়।