স্থগিত সিরিজগুলো মাঠে গড়ানো নিয়ে বিসিবির পরিকল্পনা

13

করোনার কারণে অনেক দিন ক্রিকেট বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশ দলের বেশ কয়েকটি সিরিজ স্থগিত হয়ে যায়। স্থগিত সিরিজগুলোর মধ্যে শ্রীলঙ্কা সফরের শিডিউল আবারও নতুন করে সাজানো হয়েছে। আগামী অক্টোবরের শেষ সপ্তাহ থেকে এই সিরিজটি মাঠে গড়ানো এক প্রকার চূড়ান্ত। কিন্তু বাকি সিরিজগুলোর কি হবে? নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজও তো স্থগিত হয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের একটি টেস্ট রয়ে গেছে বাকি। এগুলো কবে মাঠে গড়াবে? বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন আশাবাদি, আস্তে আস্তে সবগুলো সিরিজেরই দরজা খুলবে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের পরবর্তী চারটি সিরিজের সূচি নির্ধারণ করেছে। এর চার সিরিজের মধ্যে আছে বাংলাদেশের বিপক্ষে সিরিজও। এটা সামনের বছর ফেব্রæয়ারির দিকে হবে।’ এছাড়া পাকিস্তানের বিপক্ষে বাকি একটি টেস্টের সূচি সেই দেশের বোর্ডের সঙ্গে আলোচনা করে ঠিক হবে বলে জানান নিজামউদ্দিন চৌধুরী। অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথেও আলোচনা চলছে।