স্থগিত আইপিএল আয়োজন করতে চায় শ্রীলঙ্কা

5

বেশ কয়েকজন ক্রিকেটার ও স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় মাঝপথেই স্থগিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। তবে আর্থিক ক্ষতির কথা চিন্তা করে চলতি বছরের সেপ্টম্বরে স্থগিত হওয়া আইপিএল আসরটি আয়োজন করতে চায় বোর্ড কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও স্থগিত হওয়া আসরটি কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এদিকে আইপিএলের বাকি ৩১ ম্যাচ আয়োজন করতে চায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন এসএলসির ম্যানেজিং কমিটির প্রধান প্রফেসর অর্জুনা ডি সিলভা। ভারতের করোনা পরিস্থিতির উন্নতি না ঘটলে গত বছরের ন্যায় এবারও সংযুক্ত আরব আমিরাতে হতে পারে আইপিএল। এদিকে স্থগিত হওয়া আইপিএল আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড কাউন্টি লিগের বেশ কয়েকটি দল। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর শেষ হওয়ায় পর সেপ্টেম্বরে আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করতে চায় তাঁরা।