‘স্ট্রেঞ্জার থিংস’ এ মিলি ববি

6

নেটফ্লিক্সের সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পান মিলি ববি ব্রাউন। দ্রæতই খুলে যায় সিনেমার দরজা। ‘গডজিলা: কিং অব দ্য মনস্টারস’ দিয়ে শুরুর পর এটির সিকুয়েলও করেছেন এই অভিনেত্রী। পরে নেটফ্লিক্সের ওয়েব ছবি ‘এনোলা হোমস’-এ তাঁকে দেখা যায় শার্লক হোমসের বোনের চরিত্রে। সমালোচকদের প্রশংসা না পেলেও দর্শকপ্রিয়তা পাওয়ায় আসছে ছবিটির সিকুয়েল। অভিনেত্রী তো বটেই, ছবিটির অন্যতম প্রযোজকও মিলি।
মিলি ববি ব্রাউনকে এবার এই সময়ের হলিউডের অন্যতম অ্যাকশন ছবির নির্মাতা রুশো ভ্রাতৃদ্বয়ের ছবিতেও দেখা যাবে। সায়েন্স ফিকশন ছবি ‘দ্য ইলেকট্রিক স্টেট’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।
সিমন স্টেলেগাগের একই নামের গ্র্যাফিক নভেল অবলম্বনে নির্মীয়মাণ তারকাবহুল ছবিটিতে মিলি ছাড়াও আছেন ক্রিস প্যাট, মিশেল ইয়ো প্রমুখ। ৫ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের আটলান্টায় শুরু হয়েছে ছবিটির শুটিং। এক অনাথ তরুণীকে নিয়ে ছবির গল্প। এক রহস্যময় রোবটকে নিয়ে ভাইয়ের খোঁজে যে হাজির হয় যুক্তরাষ্ট্রের পশ্চিমে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।