স্ট্যান্ডার্ড চার্টার্ড গল্ফ টুর্নামেন্ট সম্পন্ন

28

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ২৪তম স্ট্যান্ডার্ড চার্টার্ড গল্ফ টুর্নামেন্ট গতকাল ভাটিয়ারি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি থেকে সকালে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভাটিয়ারি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল এস এম মতিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও কান্ট্রি হেড অফ গেøাবাল ব্যাংকিং আলমগীর মোরশেদ, ভাটিয়ারি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামসুজ্জামান, গল্ফ ক্যাপ্টেন লিয়াকত আলী চৌধুরীসহ সামরিক বেসামরিক উধর্বতন কর্মকর্তাবৃন্দ। মহিলা গল্ফার ১২ জন, জুনিয়র গল্ফার ০৯ জন ও সিনিয়র গল্ফার ১৩ জন সহ মোট ২০০ জন দেশী-বিদেশী গল্ফার খেলায় অংশগ্রহণ করেন। টুর্নামেন্ট শেষে রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল এস এম মতিউর রহমান।
অনুষ্ঠানে স্পন্সরের পক্ষে ভাষন দেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও কান্ট্রি হেড অফ গেøাবাল ব্যাংকিং আলমগীর মোরশেদ। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফরিদউদ্দিন ও স্পন্সরের পক্ষে সার্বিক সহযোগিতায় ছিলেন অ্যাসোসিয়েটেড ডাইরেক্টর – ব্রান্ড এন্ড মার্কেটিং আমির রাশেদ খাঁন। এছাড়াও অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, বিজিসিসি’র সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে বিজয়ীরা হলেন উইনার হোসাইন মো. সোয়াইব, রানার আপ গোলাম মহিউদ্দিন, সেকেন্ড রানার আপ মেজর ফয়সাল পাশা, থার্ড রানার আপ সহিদুল আনাম চৌধুরী, লেডিস উইনার মিসেস্ ওবাইদা সাঈদ, লেডিস রানার আপ মিসেস্ ডরথী মুন, সিনিয়র উইনার জে কে ক্যাং, জুনিয়র উইনার মিস মহিবাহ মাহাসিন উদ্দিন, জুনিয়র রানার আপ মাস্টার মাসরুর মোস্তাইন। বিজ্ঞপ্তি