স্টেনগান-পিস্তলসহ চার রোহিঙ্গা সন্ত্রাসী আটক

21

উখিয়া প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ির গহীন অরণ্যে অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন কুতুপালং ১ নং ক্যাম্প এ ব্লকের মৃত আশুক জামানের ছেলে মোহাম্মদ নূর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজিমুল্লাহ (৩৪), থাইংখালী ১৩ নং ক্যাম্প এফ ব্লকের ছৈয়দুল ইসলামের ছেলে মো. আমান উল্লাহ (২৩) ও কুতুপালং ১নং ক্যাম্প বি বøকের আব্দুর সবুরের ছেলে মো. খাইরুল আমিন (১৯)।
কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী জানান, গত বৃহস্পতিবার মধ্যরাতে সন্ত্রাসীরা নাইক্ষ্যংছড়ির রাবার বাগানের গহীন জঙ্গলে অবস্থান করছে, গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে ওই এলাকা ঘিরে ফেলে র‌্যাব। এরপর অভিযান চালিয়ে ৪ সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে দুইজনের কাছে ২টি দেশে তৈরি অস্ত্র এবং অপর দুইজনের কাছে ২টি জালানি কাঠের বোঝা পাওয়া যায়। কাঠের বোঝার একটিতে ১টি বিদেশি পিস্তল, ১টি স্টেনগান ও ১টি দেশীয় অস্ত্র এবং অন্যটিতে ৩টি দেশে তৈরি অস্ত্র পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রের সাথে ৫টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি ও ৬ রাউন্ড গুলির খোসা ছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।