স্কুল-কলেজ প্রধানদের সাথে সিটি মেয়রের মতবিনিময়

41

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর নাসিরাবাদ হাউজিং সোসাইটি আবাসিক এলাকার ১ নম্বর সড়ক হতে ৬ নম্বর সড়কে স্থিত স্কুল-কলেজ প্রধানদের নিয়ে আজ বৃহষ্পতিবার সকালে সোসাইটির সভাপতি ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন এক মতবিনিময় সভা করেন। মতবিনিময়ে অংশ নেন সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিছ, সোসাইটির সম্পাদক মোহাম্মদ শাহজাহান, ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ রফিকুল আনোয়ার, আলাউদ্দীন আলম, ও রাশেদুল আমিন। স্কুল প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক লিলি বড়ুয়া, সানসাইন গ্রামার স্কুলের ন্যাশনাল কারিকুলামের প্রধান শুভ সাহা, অর্কিড স্কুলের অধ্যক্ষ নীনা চৌধুরী, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল পারভিন সুলতানা, পিনাকল চাটার্ড স্কুলের প্রিন্সিপাল আরিফুল হক এবং চিটাগাং জুনিয়র স্কুলের পরিচালক এস.এম. ইলিয়াছ।
সোসাইটির সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আবাসিক এলাকার গুরুত্ব, বৈশিষ্ট, শৃঙ্খলা ও পরিবেশ দূষণের বিষয়টি বিবেচনা না করে স্কুল-কলেজ সোসাইটির ১নং সড়ক হতে ৬নং সড়ক পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে এলাকায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি সহ বিভিন্ন সমস্যার উদ্ভব হচ্ছে। আবাসিক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রচলিত আইনের পরিপন্থী। তিনি ২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে আবাসিক এলাকা হতে শিক্ষা প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার জন্য সময় নির্ধারণ করে দেন। উল্লেখিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান পরিচালনার জন্য সিকিউরিটি গার্ড জোরদার সহ প্রয়োজনীয় জনবল নিয়োগ করে আবাসিক এলাকায় যাতে যানজট সৃষ্টি না হয় সেদিকে নজর দেয়ার জন্য স্কুল/কলেজ প্রধানদের অনুরোধ জানান। উপস্থিত স্কুল/কলেজের তাঁর অনুরোধ যথাযথ ভাবে পালন করবেন মর্মে অঙ্গীকার ব্যাক্ত করেন এবং ২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন। বিজ্ঞপ্তি