স্কুলে স্বেচ্ছাসেবক লীগের সুরক্ষাসামগ্রী বিতরণ

9

 

সরকার ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন গতকাল রোববার সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরীর মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ ও কৃষ্ণ কুমারী স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জীবাণুনাশক ঔষধ ছিটানো, ছাত্র-ছাত্রীদেরকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন’ ২০২১ এর ব্যবস্থাপনা উপ-পরিষদের আহব্বায়ক সাদেক হোসেন চৌধুরী পাপ্পু। এ সময় উপস্থিত ছিলেন অভ্যর্থনা উপ-পরিষদের আহব্বায়ক মুহাম্মদ জসিম উদ্দিন, সাংস্কৃতিক উপ-পরিষদের আহব্বায়ক মনোয়ার জাহান মনি, সদস্য- সাধন দাশ, দপ্তর উপ-পরিষদের যুগ্ম আহব্বায়ক- পংকজ রায়, সদস্য- এনামুল হক, আবদুল মতিন, মিডিয়া উপ-পরিষদের যুগ্ম আহব্বায়ক- মোজাম্মেল হক মানিক, শৃঙ্খলা উপ-পরিষদের সদস্য সচিব- আবদুল বাতেন, সদস্য- সবুজ মিয়াজী, শাহাদাত হোসেন রনি, গিয়াস উদ্দিন রিফাত, শরিফুল ইসলাম, নুরুল আবছার, ইসমে আজিম আসিফ, আবু জাফর, ইলিয়াছ খান, জাফর আলী। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক আবদুল হক, সহকারি শিক্ষক আবদুস সালাম, অজয় শর্মা, অনামিকা চক্রবর্তী, নয়ন কান্তি সুশীল, মারুফ সিদ্দিকী ও সৈয়দ নজরুল ইসলাম। অনুষ্ঠান শেষে শিক্ষকদের হাতে করোনা সুরক্ষাসামগ্রী তুলে দেন সাদেক হোসেন চৌধুরী পাপ্পু। বিজ্ঞপ্তি