স্কুলে স্কুলে বই বিতরণ

32

 

কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় : গত ১ জানুয়ারি সোমবার সকাল ১০টা স্থায়ী ক্যাম্পাসে কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণে ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষিকা মনোয়ারা আখতার এর পরিচালনায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড এর সাবেক কাউন্সিল জহর লাল হাজারী । এতে শিক্ষকবৃন্দ ও যুবলীগ নেতা যুবলীগ নেতা জসিম মঞ্জু। কাউন্সিল জহর লাল হাজারী বলেন, জননেত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্ঠা ফলে আজ সারা দেশে একযোগে বই বিতরণ করা হচ্ছে। যা বিশ্বব্যাপী নজির বিহীন দৃষ্ঠি স্থাপন করেছে। এদিকে নতুন বই পেয়ে তার গন্ধে মাতোয়ারা হয়ে বছরের ১ম দিন থেকে ছাত্রছাত্রীরা পড়াশুনা আরম্ভে করবে।
কাজেম আলী স্কুল এন্ড কলেজ : প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাজেম আলী স্কুল এন্ড কলেজ ১ জানুয়ারি ২০২১ খ্রি. উৎসবমুখর বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজেম আলী স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ এর সভাপতি শাহাবউদ্দিন আহমেদ, অধ্যক্ষ গিয়াসউদ্দিন, অভিভাবক সদস্য সাফিয়া খানম, প্রভাষক সানজিদা মোক্তার তানজিন এবং শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অধ্যক্ষ গিয়াসউদ্দিন, পরিচালনা পরিষদের সভাপতি সাহাবউদ্দিন আহমেদ এর পর প্লে থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উৎসবমুখর পরিবেশে নতুন বই হাতে পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা।
উত্তর কাট্টলী হাজী দাউদ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে নতুন বছরের প্রথম দিনে প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর ও নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ উৎসব উপলক্ষে করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে নগরীর পাহাড়তলী থানা শিক্ষা অফিসের অন্তর্গত উত্তর কাট্টলী হাজী দাউদ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের আহব্বায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী ফেরদৌস জাহান, সহকারী শিক্ষক রুবিনা রহমান, রোকসানা বেগম, ত্রিদিপ চৌধুরী, নাসিমা আক্তার পারভীন, সিনজাত আরা খানম, সখিনা ফাতেমী, রওশন আরা বেগম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে সরকার প্রদত্ত বিনামূল্যে নতুন বই বিতরণ করেন। বিজ্ঞপ্তি