সৌহার্দ্যরে বন্ধন অটুট রেখে এগিয়ে যেতে হবে

16

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। তাই বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে এগিয়ে যেতে হবে।
গত মঙ্গলবার বিকালে নগরীর নন্দনকানস্থ থিয়োটার ইনষ্টিটিউট হলে গরীর ৪১টি ওয়ার্ডে গঠিত সম্প্রদায়িক সম্প্রীতি কমিটির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে আবৃত্তি শিল্পী কঙ্কন দাশের সঞ্চালায় এতে আরো বক্তব্য রাখেন-শিক্ষাবিদ অধ্যাপক হাসিনা জাকারিয়া, নারী নেত্রী জেমিন সুলতানা পারু, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আবদুল জাব্বার, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, আন্দরকিল্লা জামে মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা নুর নবী, মন্দিরের পুরোহিত অরুন চক্রবর্তী, মহানগর পূজা উদযাপন পরিষদের হিল্লোল সেন, চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, সমাজ সংগঠক মিতুন বড়ুয়া, গোলাম সরোয়অর চৌধুরী, ইপসার সানজিদা হক। উপস্থিত ছিলেন-ওয়ার্ড কাউন্সিলর ছালে আহম্মদ চৌধুরী, গোলাম মাহমুদ চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব,জহর লাল হাজারী, মো. ইসমাইল, সলিম উল্লাহ বাচ্চু, নাজমুল হক ডিউক, গোলাম মোহাম্মদ জোবায়ের, মো. শফিকুল ইসলাম, মো. জহুরুল আলম জসিম, ওয়াসিম উদ্দিন চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, আঞ্জুমান আরা, রুমকি সেনগুপ্ত, চসিক উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু প্রমুখ। বিজ্ঞপ্তি