সৌরভ বললেন, ‘সহ্য করতেই হবে’

26

ভারতে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমেই। শনাক্ত রোগীর সংখ্যায় রাশিয়াকে ছাড়িয়ে ভারত এখন তৃতীয়। বাস্তবতা বুঝতে পারছেন সৌরভ গাঙ্গুলিও। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মেনে নিয়েছেন, এবছর আর কোভিড-১৯ থেকে মুক্তি নেই। ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকেও এটি মেনে নিতে বললেন তিনি।
ভারতীয় বোর্ডের আয়োজনে ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে সৌরভের অনলাইন আড্ডায় উঠে এলো ভারতের করোনাভাইরাস পরিস্থিতি। সৌরভ বুঝিয়ে দিলেন, সহসাই ক্রিকেট ফিরছে না ভারতে। “আমার মনে হয়, আগামী দুই-তিন মাস কিছুটা কঠিন হবে। আমাদের সহ্য করে নিতেই হবে। এই বছরের শেষ বা আগামী বছরের শুরু নাগাদ হয়তো আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব।” তবে ক্রিকেট শুরু হলেও করোনাভাইরাসের টিকা না আসা পর্যন্ত সতর্ক থাকতেই হবে, অভিমত সৌরভের। সৌরভের মন্তব্যের পর এবছর ভারতে আইপিএল হওয়ার সম্ভাবনা কমে এলো অনেকটাই। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দেশের বাইরে হতে পারে এবারের আসর।