সৌদি যুবরাজের সঙ্গে ফোনালাপ ট্রাম্পের

41

ইরান পরিস্থিতি নিয়ে শুক্রবার ফোনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তেলের আন্তর্জাতিক বাজার ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তারা। হোয়াইট হাউসের এক বিবৃতিতে দুই নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলে এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্য ও দুনিয়াজুড়ে তেলের বাজারে স্থিতিশীলতা নিশ্চিতকল্পে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন দুই দুই নেতা। ইরানের শাসক গোষ্ঠীর ক্রমবর্ধমান হুমকি নিয়েও তাদের কথা হয়েছে।
এমন সময়ে এ ফোনালাপের ঘটনা ঘটলো যখন হরমুজ উপত্যকায় যুক্তরাষ্ট্রের সামরিক নজরদারি ড্রোন ভূপাতিত করেছে ইরান। তেহরানের দাবি, তাদের আকাশসীমায় ঢুকে পড়ায় ড্রোনটি ভূপাতিত করা হয়। আর যুক্তরাষ্ট্রের দাবি, ভূপাতিত করার সময়ে ড্রোনটি আন্তর্জাতিক পানিসীমার মধ্যেই ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করে ইরান বড় ধরনের ভুল করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, মার্কিন ড্রোনের ইরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ জাতিসংঘে নিয়ে যাবে তেহরান। টুইট বার্তায় তিনি বলেন, ‘আমরা যুদ্ধ চাই না কিন্তু অবশ্যই আমাদের আকাশ, ভূমি আর পানিসীমা রক্ষা করবো।’ এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন ড্রোন ভূপাতিতের ঘটনায় ইরানে হামলার আবশ্যিকতা থাকলেও নিজের যুদ্ধবিরোধী মনোভাব থেকে তিনি আলোচনার মাধ্যমে সমাধান চাইছেন। ওমানের মাধ্যমে তেহরানকে এই বার্তা দিয়েছেন তিনি। ইরানি কর্মকর্তারা এই বার্তা পাওয়ার কথা স্বীকার করেছেন। তবে আলোচনার সিদ্ধান্তটি পুরোপুরি সর্বোচ্চ নেতার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তারা। একইসঙ্গে ইরানের ওপর হামলা চালানো হলে বদলা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছে তেহরান।