সৌদি বাদশার আমন্ত্রণে হজ পালনে ক্ষতিগ্রস্ত ২০০ জন

27

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় আক্রান্ত ও তাদের স্বজনদের মধ্যে দুইশো জনকে এ বছরের হজ পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। সৌদি বাদশাহের পক্ষ থেকে তাদের ভ্রমণ ও আবাসনের যাবতীয় খরচ বহন করা হবে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সব মিলিয়ে এই খরচের পরিমাণ দাঁড়াবে দশ লাখ মার্কিন ডলারেরও বেশি। ১৫ মার্চ নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার আল নুর লিনউড মসজিদে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বেন্টন ট্যারান্ট নামে বন্দুকধারী হামলা চালালে ৫১ জন নিহত হয়। এছাড়া আরও অনেকে এই হামলায় আহত হয়। শুক্রবার নিউ জিল্যান্ডে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুলরাহমান আল সুহাইবানি আল নুর মসজিদে বাদশাহের আমন্ত্রিত হজযাত্রীদের বিদায় জানান।
গত মার্চে হামলায় নিহতদের মধ্যে ছিলেন আয়া আল উমারি নামে এক হজযাত্রীর ৩৫ বছর বয়সী ভাই হুসেন। তিনি জানান, ওই অনুষ্ঠানে পুরুষ হজযাত্রীদের কাছে হজের সময় পরিধানের জন্য বিশেষ কাপড় হস্তান্তর করেন সৌদি দূত। আর নারী হজযাত্রীদের কাপড় সৌদি আরবে পৌঁছানোর পর হস্তান্তর করা হবে বলে জানানো হয়। উমারি বলেন, মনে হচ্ছে তার ভাই তার সঙ্গে রয়েছেন। আগামী মাসে মক্কায় তার ভাইয়ের জন্যও প্রার্থনা করবেন বলেও জানান তিনি। বাদশাহর অতিথি হিসেবে সৌদি আরব সফর করতে পারা সম্মানের বিষয় বলেও মন্তব্য করেন আয়া আল উমারি। প্রথম দিকে এই সফর নিয়ে নিজে সংশয়ে থাকার জানিয়ে তিনি বলেন, ওই সময়ে তিনি জানতেন না তার সঙ্গে আর কতজন সৌদি যাবেন। কারণ মার্চের হামলায় তার অনেক বন্ধুই নিহত হয়েছিলেন। তিনি বলেন, হজ পালন কঠিন কাজ। বেশ কয়েকটি বিষয় রয়েছে। অনেক হাঁটতে হয় আর আবহাওয়া অনেক বেশি গরম। কিন্তু এর সবকিছুই কায়িক বিষয়। আর হজের পবিত্রতা এই ভ্রমণের সব কঠিন বিষয় সহজ করে দেয়। ইসলামের পাঁচটি মূল ভিত্তির একটি হলো হজ।