সৌদি আরবে ৬৫ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে সায় মার্কিন সেনেটের

17

 

সৌদি আরবের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক, অন্যান্য অস্ত্র এবং আনুষঙ্গিক সরঞ্জামসহ ৬৫ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে সায় দিয়েছে মার্কিন সেনেট। এর আগে এ অস্ত্র বিক্রিতে বাধা দিতে পারে এমন একটি প্রস্তাব খারিজ করে দেয় মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষটি। এই প্রথম বাইডেন প্রশাসন সৌদি আরবের কাছে বিশাল পরিমাণ অস্ত্র বিক্রি করছে। কিন্তু ইয়েমেনের যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে রিয়াদের কাছে এ অস্ত্র বিক্রির বিরোধিতা করে একটি প্রস্তাব এনেছিলেন তিন মার্কিন সেনেটর। রিপাবলিকান র্যান্ড পল, মাইক লি এবং প্রগতিশীল সেনেটর হিসেবে পরিচিত বার্নি স্যান্ডার্স প্রস্তাবটি এনেছিলেন। যুক্তরাষ্ট্রের অনেক আইনপ্রণেতা সৌদি আরবকে মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার বিবেচনা করলেও মার্কিন কংগ্রেসের অনেক সদস্যই ইয়েমেন যুদ্ধে রিয়াদের ভূমিকার কঠোর সমালোচক। এই যুদ্ধের কারণে ইয়েমেনে বিশ্বের সবেচেয়ে বড় মানবিক সংকট তৈরি হয়েছে বলে জানাচ্ছে জাতিসংঘ। সৌদি আরবের কাছে অস্ত্র-সরঞ্জাম বিক্রিতে অনুমোদন না দেওয়ার প্রস্তাবের পক্ষে সেনেটের সমর্থন চেয়ে স্যান্ডার্স বলেন, ‘সৌদি আরবের কাছে আরও ক্ষেপণাস্ত্র রপ্তানির ফলে এই সংঘাতের বিস্তৃতি এবং জ্বলতে থাকা আগুনে শুধু আরও পেট্রল ঢালা হবে।’