সৌজন্য সাক্ষাতে এডভোকেট এলিনা খান মানবাধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রাম বার-এর ভূমিকা অবিস্মরণীয়

32

মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ এর চেয়ারপারসন এডভোকেট এলিনা খান গতকাল দুপুর ১.৩০টায় চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের নব নির্বাচিত কর্মকর্তাদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। বার নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান এবং তাকে বার অফিস পরিদর্শনের জন্য উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময় কালে বার নেতৃবৃন্দ এলিনা খান ও তার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নানামুখী মানবাধিকার কর্মকান্ডের ভূঁয়সী প্রশংসা করেন। অভ্যর্থনার জবাবে এডভোকেট এলিনা খান বলেন, ‘চট্টগ্রাম বার একটি ঐতিহ্যবাহী বার সমিতি এবং দেশের ২য় বৃহত্তম লইয়া’র্স এসোসিয়েশন। দেশের মুক্তিযুদ্ধ, মানবাধিকার আন্দোলন সংগ্রামে এর ভূমিকা অনস্বীকার্য। ভবিষ্যতেও এ বার ও তার বিজ্ঞ সদস্যরা দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় ব্যাপক অবদান রেখে যাবেন মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি চট্টগ্রাম বারের বিজ্ঞ সদস্যদের যেকোন দুর্দিন সুদিনে এবং আইনযোদ্ধাদের বিরুদ্ধে যে কোন চক্রান্ত প্রতিরোধে তিনি ও তার সংগঠন বিএইচআরএফ বার এসো সিয়েশনের পাশে থাকবে মর্মে ঘোষণা দেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা বার এর নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোঃ নাজিম উদ্দিন, সেক্রেটারী এডভোকেট এ.এস.এম বজলুর রশীদ মিন্টু, এজিএস এডভোকেট মোহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক এডভোকেট মোশারফ হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম বেলাল, আইটি সম্পাদক এডভোকেট অলী আহাম্মদ ও অন্যান্য বার নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান, বিএইচআরএফ প্যানেল এডভোকেটবৃন্দ যথাক্রমে এডভোকেট সুনীল কুমার সরকার, এডভোকেট এ.এইচ.এম জসীম উদ্দিন, এডভোকেট জান্নাতুল নাঈম রুমানা, এডভোকেট প্রদীপ আইচ দীপু, এড গোলাম মওলা মুরাদ, এডভোকেট রুমানা ইয়াসমিন সোমা, এডভোকেট মো. সাইফুদ্দিন খালেদ, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট মোঃ বদরুল হাসান, এডভোকেট মোঃ জিয়া উদ্দিন আরমান, মানবাধিকার কর্মী হাসান আল বান্না, কাসিফ মাহমুদ শান্তনু চৌধুরী, রিদুয়ানুল করিম নাভিল, টুম্পা দাশ প্রমুখ।
পুলিশী নির্যাতনের শিকার ভিকটিম পরিবারদের সাথে মতবিনিময় : দুপুর ১২টায় মানবাধিকার নেত্রী এডভোকেট এলিনা খান বিএইচআরএফ কর্তৃক পরিচালিত চাঞ্চল্যকর মামলা সমূহের বাদি ও ভিকটিম পরিবারের সাথে মতবিনিময় করেন। মত বিনিময়কালে মানবাধিকার লইয়া’র্স টিম সদস্যগণ সহ মামলার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করেন। এ সময় স¤প্রতি পাঁচলাইশ পুলিশের হেফাজতে নির্যাতিত মোস্তাকিম, চন্দনাইশের ডাবল মার্ডার মামলার বাদি রিনাত সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।