সোশ্যাল ইসলামী ব্যাংকে গ্রাহক সমাবেশ

5

 

সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে বিদেশগামী রেমিট্যান্স যোদ্ধাদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধ করতে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান, নিজের ও দেশের সমৃদ্ধি বাড়ান শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। বিশিষ্ট জনশক্তি রপ্তানিকারক মো. সফিকুর রহমান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংকের চিফ রেমিট্যান্স কর্মকর্তা এবং প্রায়োরিটি ব্যাংকিং ইউনিটের প্রধান মো. মোশাররফ হোসাইন। এসময় সোশ্যাল ইসলামী ব্যাংকের মহাখালী শাখার ব্যবস্থাপক মো. নুরুল আলমসহ শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির প্রধান সোপান রেমিট্যান্স। প্রবাসীদেও কষ্টার্জিত রেমিট্যান্সে গড়ে ওঠা স্তম্ভে মজবুত হয়েছে বাংলাদেশের অর্থনীতিরভিত। তিনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর সুফল সম্পর্কে বিদেশগামীদের অবগত করেন। বিজ্ঞপ্তি