সোমবার থেকে চতুর্থ ধাপের আবেদন শুরু

5

নিজস্ব প্রতিবেদক

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য চতুর্থ ধাপে অনলাইনে আবেদন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। আগামী সোমবার থেকে অনলাইনে আবেদন শুরু হবে। চলবে বুধবার রাত ৮টা পর্যন্ত।
যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কোনো কলেজে মনোনয়ন পায়নি; যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চায়ন করতে পারেনি তারাই চতুর্থ ধাপে আবেদন করতে পারবে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানানো হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় (চতুর্থ ধাপে) আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে সময়সূচি অনুসরণ করতে বলা হয়েছে। ৯ ফেব্রুয়ারি আবেদনের যাচাইবাছাই এবং ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় আবেদনের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীর সিলেকশন ও নিশ্চায়ন এবং ভর্তি ১৩ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।