সোনালী ব্যাংকের ব্যবসায়িক সভা

13

 

সোনালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে খেলাপী ঋণ আদায় কার্যক্রম ত্বরাণ্বিতকরণ এবং সার্বিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ২৮ অক্টোবর সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। জেনারেল ম্যানেজার’স অফিস, চট্টগ্রাম এর জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুরশেদুল কবীর, ব্যাংকের জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস।
প্রধান অতিথির বক্তব্যে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান বলেন, বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামের আলাদা গুরুত্ব রয়েছে এবং চট্টগ্রাম অঞ্চলে সোনালী ব্যাংকের ব্যবসায়িক বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি গ্রাহক সেবার মান বৃদ্ধি, ব্যাংকের সকল সূচকে অগ্রগতি অব্যাহত রাখা এবং খেলাপী ঋণ আদায় ও বিনিয়োগ বৃদ্ধি করার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহŸান জানান। এ সময় জেনারেল ম্যানেজার’স অফিস চট্টগ্রাম এর ডেপুটি জেনারেল ম্যানেজার নূরুল হক, আগ্রাবাদ কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনির হোসেন, লালদিঘী কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এয়াকুব মজুমদার, প্রিন্সিপাল অফিস, চট্টগ্রাম-দক্ষিণ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ফোরকান, প্রিন্সিপাল অফিস, চট্টগ্রাম-উত্তর এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ হোছাইন, প্রিন্সিপাল অফিস, রাঙ্গামাটির ডিজিএম মোহাম্মদ নুরুন নবী, প্রিন্সিপাল অফিস, পটিয়ার ডিজিএম (ইনচার্জ) মো. নাসির উদ্দিন খাঁন, ওয়েজ আর্নার্স কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) খালেদ রশীদ, রিজিওনাল অফিস, কক্সবাজারের এজিএম মো. ওসমান গণি, রিজিওনাল অফিস, বান্দরবানের এজিএম মো. মাজহারুল কবির সহ সোনালী ব্যাংক লিমিটেড এর চট্টগ্রাম অঞ্চলের নির্বাহীবৃন্দ ও বিভিন্ন জেলার প্রধান শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি