সোনারতরীর ‘ফুলে ফলে বর্ষা’

34

ফুলকির সাংস্কৃতিক জগৎ সোনারতরীর আয়োজনে গত ১৯ জুলাই সকালে অনুষ্ঠিত হলো বর্ষা উৎসব ‘ফুলে ফলে বর্ষা’। সকালে সোনারতরীর শিক্ষার্থীরা প্রত্যেকেই হাতে হাতে বর্ষার সময়ের ফুল ও ফল নিয়ে অনুষ্ঠানে যোগদান করে। সব ফুল ও ফল নিয়ে প্রদর্শনীর সাথে প্রদর্শিত ফল খাওয়ার ব্যবস্থা করা হয়। ফুলকির অভিভাবক নাসরিন সুলতানা শিক্ষার্থীদের জলজ উদ্ভিদের সাথে পরিচয় করানোর জন্য ‘সাদা শাপলা, লাল শাপলা, হলুদ পানা, জলজ পপি, সোর্ড লিলিসহ নানারকম ফুল গাছ প্রদর্শন করেন। শিশুরা বর্ষার সময়ের ফুল ও ফলের সাথে পরিচিত হয়। সাথে অভিভাবকরাও যোগদান করেন। ফুলকির সুগত প্রসাদ বড়ুয়া মুক্ত মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের- আষাঢ়’ কবিতাটি আবৃত্তির সাথে নৃত্যের ছন্দে শুরু হয় অনুষ্ঠান। এরপর একে একে দলীয় সঙ্গীতে বিস্ময় শ্রেণির পরিবেশনায় ‘শ্রাবণ তুমি বাতাসে কার আভাস পেলে’ ও আনন্দ প্রথম শ্রেণির ‘বজ্রমানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা’ গান দুটি পরিবেশিত হয়। শাস্ত্রীয় নৃত্য বিভাগ নৃত্যাঞ্জলির পরিবেশনায় ভরতনাট্যম ও কত্থক নৃত্য অভিভাবকদের মন ছুঁয়ে যায়। মুগ্ধ থেকে ব্যাপ্তী শ্রেণির শিক্ষার্থীরা ‘কোন পুরাতন, রিমঝিম ঘন বরষে ও এসো হে সজল ঘন’ দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করে। সবশেষে ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন অভিভাবক ও শিশুদের উদ্দেশ্যে বলেন ‘ফুলকি সবসময় শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করে আসছে। যেখানে শিশুরা প্রকৃতির অপরূপ রূপের সাথে পরিচিত হতে পারে এবং জানতে পারে।’ অনুষ্ঠানের সঞ্চালনা করেন জিনাত ইসলাম। বিজ্ঞপ্তি