সোনাদিয়া দ্বীপ হবে ইকোট্যুরিজম পার্ক

30

মহেশখালী প্রতিনিধি

মহেশখালীর সোনাদিয়া দ্বীপকে পরিকল্পিতভাবে ইকোট্যুরিজম পার্ক হিসেবে গড়ে তোলা হচ্ছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার মহেশখালী পরিদর্শনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলি কদর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মফিদুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান, মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত এমপি কানিজ ফাতেমা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ, কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শরীফ বাদশা, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন, প্রতিবুদ্ধিজীবী সম্পাদক সাদাত উল্লাহ খান, কালারমারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ, কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. শেখ কামাল, কক্সবাজার জেলা এবং মহেশখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সোনাদিয়াকে একমাত্র পর্যটন স্পট এবং নৈসর্গিক, দৃষ্টিনন্দন এবং পর্যটকবান্ধব করার জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কোন ভূমিকা রাখতে পারে কিনা, সে সম্ভাব্যতা যাচাইয়ে তিনি জেলা প্রশাসন, স্থানীয় এমপি, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয়দের মতামত নেন।