সোনাজয়ী ফাতেমার অনুশীলনকেন্দ্র!

16

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গৃহবন্দি সময়। দম বন্ধ হয়ে আসছে ফাতেমা মুজিবেরও। তবে থেমে নেই গত এসএ গেমসে ফেন্সিংয়ের ইভেন্ট থেকে সোনা জেতা এই অ্যাথলেটের প্রস্তুতি। বাড়িতে যে অনুশীলন কেন্দ্র বানিয়ে ফেলেছেন তিনি!
প্রাণঘাতী ভাইরাসের প্রকোপে ফেন্সিংয়ের অনুশীলনও বন্ধ করে দিয়েছে ফেডারেশন। তাই ফয়েল, মাস্ক, গ্লাভসের মতো অনুশীলনের জন্য প্রয়োজনীয় সবকিছু বাড়িতে নিয়ে গেছেন ফাতেমা।
মাস্কটাকে কখনও দেয়ালে, কখনও জানালায় ঝুলিয়ে কৃত্রিম প্রতিপক্ষ সাজিয়ে চলছে অনুশীলন। ফিটনেস ধরে রাখতে ঘরে চলছে নিয়মিত ব্যায়ামও। ‘যে পরিস্থিতি চলছে, বাইরে যাওয়া নিষেধ। এদিকে স্টেডিয়ামে অনুশীলনও বন্ধ। এভাবে ঘরে থাকতে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তবে অনুশীলন চলছে। অনুশীলনের জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে। ফেন্সিংয়ে ফুটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ, এটা তো করছিই, ফিজিক্যাল ট্রেনিংও করছি ফিটনেস ধরে রাখতে।’
‘এর বাইরে ঘরের কাজে সাহায্য করছি। রান্না করছি টুকটাক। তবে খুব একটা ভালো রান্না করতে পারি না। আমার বাবা (খোরশেদ আলী) একজন বীর মুক্তিযোদ্ধা; তার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনেও কিছুটা সময় কাটছে। বর্তমানে বাবা একটু অসুস্থ। তাকে ওষুধ খাইয়ে দিই। এটা-ওটা করি। অবশ্য বাবা খুব রাগী। তার সঙ্গে বেশিক্ষণ গল্প করা যায় না (হাসি)। এছাড়া একটু পড়াশোনাও করছি।’