সৈয়দবাড়ি দরবারে মাহফিল

47

ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রা.) স্মরণে মাহফিল গত বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবারে বাগে হুদা খানকাহ শরিফে অনুষ্ঠিত হয়। সৈয়দবাড়ি দরবার, গাউসিয়া সমিতি ও যুব সমিতি বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশিন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা । তিনি বলেন, প্রিয় নবী (দ.) প্রতি অকুণ্ঠ ভালোবাসা, শর্তহীন আনগত্য এবং ইসলামের ন্যায়ভিত্তিক দর্শন বাস্তবায়নের কারণে হযরত সিদ্দিকে আকবর (রা.) ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছেন। ইসলামের শান্তি, সাম্য ও ন্যায়বিচারই ছিল তাঁর শাসনের উজ্জ্বলতর বৈশিষ্ট্য। যা যুগে যুগে শাসকদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা বলেন, নবী প্রেম ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। তাই অন্তরে প্রিয় নবীর (দ.) মহব্বত ধারণা করতে হবে এটাই হযরত সিদ্দিকে আকবরের (রা.) শিক্ষা। মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন, আলহাজ্ব আবু আহমদ সওদাগর, আলহাজ্ব মুহাম্মদ সেলিম, এসএম জাহাঙ্গির আলম, মাস্টার খোরশেদুল আলম, মুহাম্মদ শাহজালাল, মাওলানা আফাজ উল্লাহ, মাওলানা মুহাম্মদ বেলাল, মুহাম্মদ তারেক, মুহাম্মদ আবছার, মাওলানা মুসলেম উদ্দিন। সালাত সালাম শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। খবর বিজ্ঞপ্তির