সৈয়দপুরে বৃটেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাসনিম

26

 

শিখড়ের টানে নিজগ্রামে এসেছেন বৃটেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার সৈয়দপুর ইউনিয়নের মেয়ে সাঈদা মুনা তাসনিম। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজ গ্রাম উপজেলায় ১নং সৈয়দপুর ইউনিয়নে আসলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সীতাকুন্ড উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামীসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। তার বাবাও মন্ত্রনালয়ে অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। দাদা-দাদির জেয়াফত উপলক্ষে বৃহস্পতিবার সৈয়দপুর এলাকায় আসেন এবং শুক্রবার অনুষ্ঠান শেষ করে নিজ বাসা চট্টগ্রাম নগরীতে চলে যান। এ বিষয়ে সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী বলেন,“বৃটেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম আমাদের সৈয়দপুর এলাকার মেয়ে। তিনি নাড়ির টানে নিজ গ্রামে এসেছে তাঁর মরহুম দাদা-দাদির জিয়ারতের উদ্দ্যেশে সংক্ষিপ্ত সময়ের জন্য। শুক্রবার দুপুরে পারিবারিক জিয়ারতে অংশ নেন সাঈদা মুনা তাসনিম। সাঈদা মুনা তাসনিম বর্তমানে বৃটেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত আছেন। তিনি বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ১১ তম ব্যাসের কর্মকর্তা হিসেবে চাকুরিতে যোগ দেন। পেশাগত জীবনে তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূত অফিসে বিভিন্ন পদে অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রনালয়ে জাতিসংঘ অণুবিভাগের মহাপরিচালক হিসেবে ও দায়িত্ব পালন করেন সাঈদা মুনা তাসনিম। ব্যক্তিগত জীবনে সাঈদা মুনা তাসনিম তিন সন্তানের জননী বলে তিনি জানান।”