সেবক কলোনিতে কাউন্সিলরের সেলাই মেশিন প্রদান

12

নগরীর আন্দরকিল্লাস্থ বান্ডেল সেবক কলোনীর মহিলাদের সেলাই কাজে পারদর্শী ও আত্মনির্ভর করে তুলতে চসিক কাউন্সিলর রুমকি সেনগুপ্তের ব্যক্তিগত উদ্যোগে সেবক কলোনীর গোপাল সেবা মন্দিরে সেলাই প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০ জন মহিলা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। প্রশিক্ষণের সুবিধার্থে গত ১৭ জানুয়ারি কাউন্সিলর রুমকি সেনগুপ্তের অর্থায়নে মন্দিরে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ-চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অধ্যাপক শিপুল কুমার দে, আন্দরকিল্লা ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি তপতী দাশ, ঝর্ণা লাল, শ্রীচরণ, রেহেনা বেগম, জ্যোতি হাজারী, ভিকি প্রমুখ। কাউন্সিলর রুমকি সেনগুপ্ত বলেন, আন্দরকিল্লা, দেওয়ান বাজার ও চকবাজার ওয়ার্ডে ভবিষ্যতে পর্যায়ক্রমে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি