সেন্ট প্ল্যাসিডস স্কুলে ৭০০ শিশু শিল্পীর বার্ষিক চিত্র প্রদর্শনী

22

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চারুকলা শিক্ষক ও সংগঠক শিল্পী শওকত জাহানের উদ্দ্যোগে ও তার পরিচালিত আর্ট স্কুল সমূহের ৭০০ শিশু শিল্পীর ২ দিন ব্যাপী ২৫ তম বার্ষিক চিত্র প্রদর্শনী আগামী ২৫ ও ২৬ শে অক্টোবর সেন্ট প্ল্যাসিডস স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম আর্চবিশপ মজেস এম. কস্তার সভাপতিত্বে ২৫ শে অক্টোবর শুক্রবার বিকেল ৩ টায় চিত্র প্রদর্শনী প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বিশেষ অতিথি থাকবেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আবুল হাশেম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব চৌধুরী ফরিদ, সেন্ট প্ল্যাসিডস স্কুলের প্রিন্সিপ্যাল ব্রাদার সুব্রত লিও রোজারিও, সেন্ট স্কলাস্টিকাস স্কুলের প্রিন্সিপ্যাল সিস্টার রেনু মারিয়া পালমা, চট্টগ্রাম বন্দর কলেজের প্রিন্সিপ্যাল মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী, বান্দরবান ডন বক্স স্কুলের প্রিন্সিপ্যাল ব্রাদার সিলভেস্টার মৃধা, চট্টগ্রাম বন্দর স্কুলের প্রধান শিক্ষক জনাব মোখতার হোসাইন, কর্ণফুলী মরিয়ম আশ্রম স্কুলের প্রিন্সিপ্যাল ব্রাদার মন্ত্রজয় ত্রিপুরা, এলিট পেইন্ট গ্রুপের পরিচালক জনাব রাবেজ আহমেদ ও সাজির আহমেদ। প্রদর্শনী ২৫ ও ২৬ শে অক্টোবর বিকাল ৩ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি