সেনা মোতায়েন নিউ ইয়র্কের করোনা আক্রান্ত এলাকায়

57

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে করোনা ভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়া একটি শহরে সেনা মোতায়েন করা হয়েছে। গভর্নর অ্যান্ড্রিই কোয়োমো নিউ ইয়র্ক সিটির উত্তরের নিউ রচেল শহরকে ‘আক্রান্ত এলাকা’ ঘোষণা করার পর এই সেনা মোতায়েন করা হয়। সেনারা শহরের স্কুল পরিষ্কার ও যে কোনও আক্রান্ত ব্যক্তিকে খাবার সরবরাহ করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। দেশটির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা নিউ ইয়র্কে। এখন পর্যন্ত সেখানে ১৭৩ জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ১০৮ জনই ওয়েস্টচেস্টার কাউন্টির। এখানেই নিউ রচেল শহর অবস্থিত। শহরটিতে ৮০ হাজার মানুষের বাস। সেখান থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নিউ ইয়র্ক সিটিতে ৩৬ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। গভর্নর কুয়োমো বলেছেন, নিউ রচেল শহর ভাইরাসটির বিস্তারের মূলকেন্দ্রে পরিণত হয়েছে। শহরটিতে এখনও যাতায়াত নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে বড় ধরনের জমায়েত হওয়া স্থানগুলো বন্ধ করা হবে। স্কুল, কমিউনিটি কেন্দ্র ও বাণিজ্যিক প্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ থাকবে। মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৮০৪ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জন্স হপকিন্স ইউনিভার্সিটি। দেশটিতে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ জনের। এর মধ্যে ওয়াশিংটন অঙ্গরাজ্যে ২৩, ক্যালিফোর্নিয়ায় ২, ফ্লোরিডায় ২ ও নিউ জার্সিতে ১ জন। সেনা মোতায়েনের বিষয়ে নিউ ইয়র্কের গভর্নর বলেন, এটি নাটকীয় পদক্ষেপ। কিন্তু দেশের সবচেয়ে বিস্তারের কেন্দ্রে পরিণত হয়েছে শহরটি।