সেনাবাহিনীর সহযোগিতায় অবৈধ কাঠসহ আটক ৫

24

বান্দরবানে সেনাবাহিনীর সহযোগীতায় অবৈধ কাঠ’সহ ৫ জন পাচারকারীকে আটক করেছে বনবিভাগ। শনিবার এ ঘটনা ঘটে। বনবিভাগ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদরের সূয়ালক ইউনিয়নের বিভিন্ন পথে অবৈধভাবে চোরাই কাঠ পাচারকাজে লিপ্ত রয়েছে সংঘবদ্ধ একটি চক্র। খবর পেয়ে বিভাগীয় বনকর্মকর্তার নির্দেশনায় বনবিভাগের কর্মীরা সেনাবাহিনীর সহযোগীতায় অভিযান চালিয়ে হলুদিয়া এলাকা থেকে অবৈধ কাঠসহ পাচার কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছেন। এসময় মূল্যাবান ৭১ টুকরো চোরাই কাঠ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৫ জন পাচারকারীকেও আটক করা হয়েছে। তাৎক্ষণিক আটক ব্যক্তিদের নাম জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশীদ জানান, জব্দকৃত কাঠ বনবিভাগের হস্থাস্তরে রয়েছে। আটক ব্যক্তিদের বন আইনের মামলায় বান্দরবান জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে পাঠানো হয়েছে। বনজ সম্পদ রক্ষায় কাঠ চোরাকারবারিদের বিরুদ্ধে বনবিভাগের অভিযান অব্যাহত রয়েছে।