সেনাপ্রধান থেকে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান

32

ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান হয়েছেন সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত। আগামীকাল সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু নতুন দায়িত্ব পাওয়ার কারণে তিনি আরো তিন বছর ওই পদে থাকতে পারবেন। গত ২৪ ডিসেম্বর দেশটির তিন বাহিনীর সমন্বয়ের উদ্দেশ্যে নতুন এই পদের ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তখন থেকেই জল্পনা ছিল এই পদে স্থলাভিষিক্ত হতে পারেন বিপিন রাওয়াত। স¤প্রতি ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের গুলিতে অন্তত ২৫ জন নিহত হয়। এছাড়া, বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন করতে থাকে। তবে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের তীব্র সমালোচনা করেছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।