সেক্টর কমান্ডারস ফোরামের স্মরণসভা ড.মাহমুদ হাসান আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন

14

উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম.এ সালাম বলেছেন, আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে বড় ইবাদত। ফটিকছড়ির কৃতি সন্তান ড. মাহমুদ হাসান সেই কাজটিই আমৃত্যু করে গেছেন। একজন মুক্ত চিন্তার মানবিক মানুষ হিসেবে অসাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গঠনে তিনি সচেষ্ট ছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল তার জীবনের রাজনীতির দর্শন। মানবিক কর্মের মাঝেই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। ২ এপ্রিল বিকেলে রাজনীতিক ড. মাহমুদ হাসানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নূর খান। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। বক্তব্য দেন মোহাম্মদ সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত হোসেন, সাংবাদিক কাঞ্চন মহাজন, সাংবাদিক ইমরান এমি, এডভোকেট ইফতেখার রাসেল, আবদুল মালেক খান,সাহেদ মুরাদ সাকু, এডভোকেট সাইফুন নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, হাজী সেলিম রহমান, এডভোকেট জাহাঙ্গীর আলম, মো.নাজিম উদ্দিন, মঈনুল আলম খান, ইয়াসির আরফাত, নাসির উদ্দিন রিয়াজ, শফিকুর রহমান, এডভোকেট কামরুল আজম টিপু, নুরুল হুদা চৌধুরী, কামাল উদ্দিন, মোস্তাফিজ বিপ্লব, নবী হোসেন সালাউদ্দিন, রাজীব চন্দ, ফারজানা মিলা, কোহিনুর আকতার, এডভোকেট মিলাদ আমীন, এডভোকেট আফসারুল হক, এম এইচ মানিক, মোহাম্মদ সিরাজ, হেলাল তালুকদার, আবদুল খালেক, ইসমে আজিম আসিফ, এস এম রাফি, নুসরাত জাহান, শাহরিয়ার মাহি, আশফাক আহমেদ, নয়ন মজুমদার, ইকবাল করিম, শাহাদাত টিপু, মফিজুর রহমান বাহাদুর, কামাল পাশা, এডভোকেট রুমিনা খানম রুমি, ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, খালেদুজ্জামান খালেদ ও মরহুম নেতার পরিবারের পক্ষে জ্যেষ্ঠ পুত্র চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। সভার পূর্বে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম আশরাফী। বিজ্ঞপ্তি